আগামী অক্টোবরে বাহরাইনে অনুষ্ঠিত হবে তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস। পরের মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি এবং আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানে বসবে এসএ গেমসের আসর। এই তিন টুর্নামেন্ট সামনে রেখে উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে থাইল্যান্ড থেকে আনা হয়েছে এই কোচকে।
তবে তার সঙ্গে চুক্তি দীর্ঘমেয়াদে নয়, আপাতত দুই মাসের চুক্তি করা হয়েছে তার সঙ্গে। পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা আছে ফেডারেশনের।
আরও পড়ুন: শক্তিশালী ফ্রান্স-অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে চান হকির নতুন কোচ
২৫ বছর বয়সী এই কোচের আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার অবশ্য খুব একটা লম্বা নয়। ২০২২ সালের এপ্রিলে সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ড পুরুষ দলের হয়ে সোনা জিতেছিলেন তিনি। এ ছাড়া গত বছর চিং মি সার্কিট কিংস কাপেও সাফল্য পান তিনি।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ জানিয়েছেন, এই কোচের পাশাপাশি বিদেশি সহকারী কোচ ও প্র্যাকটিস পার্টনার আনার পরিকল্পনাও আছে তাদের।
আরও পড়ুন: মেসির ইনজুরি নিয়ে যা জানা গেল
‘এ মুহূর্তে আমাদের ক্যাম্পে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের ৮ জনের একটি দল রয়েছে। এ ছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র দলের প্রায় ১৬ জন করে ৩২ জন ক্যাম্পে রয়েছেন। আগামী ৮ আগস্ট বাছাইয়ের মাধ্যমে সিনিয়র দলের সংখ্যা ২০ জনে নামিয়ে আনা হবে।’
তিনি আরও বলেন, ‘থাই কোচের কাছে সম্ভাবনাময় খেলোয়াড়দের আগে দেওয়া হবে। আমাদের স্থানীয় কোচদের অধীনে বাকিরা প্রশিক্ষণ নেবেন। খেলোয়াড়দের জন্য বিদেশি সহকারী কোচ ও প্র্যাকটিস পার্টনার আনার ভাবনাও আছে আমাদের।’
]]>