দুই প্লেয়ারের বিনিময়ে রাজস্থানের একজনকে চায় চেন্নাই

২ সপ্তাহ আগে
গত মৌসুম শেষেই স্যাঞ্জু স্যামসন আশা প্রকাশ করেছিলেন। রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা হচ্ছে না বিধায় ঠিকানা বদল করতে চান। ম্যানেজমেন্টও বোধহয় তার সঙ্গে একমত, অন্য একটি ফ্র্যাঞ্চাইজির দুজন প্লেয়ারের সঙ্গে তাকে বিনিময় করার ব্যাপারে আলাপ-আলোচনা চালাচ্ছে।

অন্য ওই ফ্র্যাঞ্চাইজিটি আইপিএলের সফলতম দলগুলোর একটি—চেন্নাই সুপার কিংস। আর ওই দুজন প্লেয়ার হলেন- রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেন। ক্রিকইনফোর খবর, বিনিময়ের ব্যাপারে দুই পক্ষই আগ্রহী, তাদের মধ্যে এ নিয়ে কথাবার্তা চলছে। রাজস্থান ও চেন্নাই দুদলই আইপিএল গভর্নিং বডিকে এ বিষয়ে অবহিত করেছে।


বিনিময় নিয়ম অনুসারে, সংশ্লিষ্ট প্লেয়ারদের সম্মতি লাগে। সম্মতি থাকলে এরপর বিনিময়ের বাকি কাজের দিকে অগ্রসর হওয়া যায়। গভর্নিং বডিকে রাজস্থান ও চেন্নাইয়ের অবহিত করা মানে স্যামসন, জাদো ও কারেন ডিলটির ব্যাপারে সম্মতি দিয়েছেন।


রাজস্থানে স্যামসন ও চেন্নাইয়ে জাদেজা দীর্ঘদিন ধরে খেলছেন। চেন্নাই ২০১৬ ও ২০১৭ সালের দুই মৌসুমে নিষিদ্ধ ছিল, জাদেজা এই দুটি বাদে ২০১২ সাল থেকে চেন্নাইয়ে খেলছেন। তার কাঁধে তুলে দেওয়া হয়েছিল নেতৃত্বের দায়িত্ব, কিন্তু ব্যর্থতার কারণে সরে যেতে হয়। গত মৌসুমের আগে মেগা নিলামে জাদেজাকে ১৮ কোটি রুপি দিয়ে রিটেন করেছিল চেন্নাই। এবার দিচ্ছে ছেড়ে।


আরও পড়ুন: এবারও আইপিএলের মিনি অকশন হচ্ছে ভারতের বাইরে


চেন্নাইয়ে লম্বা সময় অতিবাহিত করলেও জাদেজার আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল রাজস্থানের জার্সিতে। ২০০৮ সালের প্রথম আসরে রাজস্থানের হয়ে প্রথম শিরোপাও জেতেন তিনি। ২০১০ সালের আসরে নিষিদ্ধ হলে পরের বছর নাম লেখান কোচি তাস্কার্সে, ২০১২-তে চেন্নাইয়ে।


চেন্নাইয়ের মতো রাজস্থানও দুই মৌসুমের জন্য নিষিদ্ধ ছিল। ওই দুই মৌসুম বাদে স্যামসন প্রতিটিই রাজস্থানের হয়ে খেলেছেন। ২০১৩ সালে আইপিএল অভিষেক হয় তার। স্যাম কারেন প্রথম চেন্নাইয়ে নাম লেখান ২০২০ সালে। পরের বছর দলবদল করে আবার গত মৌসুমে চেন্নাইয়ে খুঁটি গাড়েন।

]]>
সম্পূর্ণ পড়ুন