বুমরাহ আরব আমিরাতের বিপক্ষে ৩ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ২৮ রান দিয়ে ৪টি। এই দুইজন বিশ্রাম পাওয়ায় ওমানের বিপক্ষে তাদের জায়গায় ভারত খেলাচ্ছে হার্শিত রানা ও আর্শদীপ সিংকে।
ম্যাচটা ভারতের ২৫০তম টি-টোয়েন্টি। যেখানে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন সূর্যকুমার যাদব। ভারতের মতো এটা ওমানের জন্যও আনুষ্ঠানিকতার। এরইমধ্যে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছে।
আরও পড়ুন: এশিয়া কাপের সুপার ফোরের সূচি
ভারত একাদশ
অভিশেষ শর্মা, শুভমান গিল, স্যাঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক) , তিলক বার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হার্শিত রানা, আর্শদীপ সিং ও কুলদীপ যাদব।
ওমান একাদশ
আমির কালীম, জতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, ভিনায়ক শুক্লা (উইকেটকিপার), শাহ ফয়সাল, জিকরিয়া ইসলাম, আরিয়ান বিশট, মোহম্মদ নাদীম, শাকীল আহমেদ, সময় শ্রীবাস্তব ও জিতেন রামানন্দি।
]]>