থাইল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ। ফর্ম হারিয়ে ফেকায় এশিয়ান কাপ বাছাইয়ের দলে খেলা এই দুই ফুটবলারকে বাদ দেয়া হয়েছে।
নিলুফা ও সৌরভীর জায়গায় দলে ডাক পেয়েছেন রুমা ও সিনহা। চলতি বছর ঢাকায় হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পেলেন তারা।
থাইল্যান্ডের ব্যাংককে আগামী ২৪ ও ২৭ অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আগামী বছর ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিন শহর পার্থ, সিডনি ও গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের আসর। এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।
আরও পড়ুন: অনুরোধ করেও রোনালদোকে আনতে পারল না ভারত
টুর্নামেন্টের গ্রুপ 'বি'তে আছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। এই টুর্নামেন্ট সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে মেয়েরা।
থাইল্যান্ডের চেয়ে র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। ফিফার ওমেন্স র্যাঙ্কিংয়ে ৫৩ নম্বরে থাইল্যান্ড। বাংলাদেশ বর্তমানে আছে ১০৪ নম্বরে। তবে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকার। তিনি বলেন, ‘চট্টগ্রামে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা চেষ্টা করব ভালো খেলতে, দুই ম্যাচেই তাদের সঙ্গে লড়াই করতে।’
আরও পড়ুন: কেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্লপ?
কোচ পিটার বাটলারও এই সফরকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, ' ‘এটি আমাদের জন্য একটি বড় পরীক্ষা। পাশাপাশি নিজেদের সঙ্গে তাদের তুলনা করারও একটা সুযোগ। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তবে আমাদের জেতার মানসিকতা নিয়েই নামতে হবে।’
বাংলাদেশের ২৩ জনের স্কোয়াড: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী; নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম; মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী; উমেহলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও সিনহা জাহান।