প্লাবিত হয়ে পানিবন্দি রয়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বটবুনিয়া বাজারের পাশে ঢাকী নদীর প্রায় ৪০ মিটার বাঁধ ভেঙে নদী গর্ভে বিলিন হয়ে যায়।
এতে জোয়ারের পানিতে বটবুনিয়া, নিশানখালী, ঝলবুনিয়া, তেঁতুলতলা, কামনিবাসী, কাঁকড়াবুনিয়াসহ আশপাশের এলাকা নোনাপানিতে তলিয়ে গেছে। বসত ঘরবাড়ি, গৃহপালিত পশুপ্রাণী, মৎস্য খামার ও ধান ক্ষেত তলিয়ে গেছে।
আরও পড়ুন: খুলনার জাহাজ মেরামত শিল্পে ধস
এর আগে বুধবার দিনভর চেষ্টা করেও ভাঙা অংশ মেরামত করতে পারিনি পানি উন্নয়ন বোর্ড। ফলে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান দ্রুত সংস্কারের চেষ্টা করা হচ্ছে। আশা করছি আজ রাতের মধ্যে বাঁধ মেরামত হয়ে যাবে।