দুই দলই জয় দিয়ে শুরু করতে চায় সিরিজ

৩ সপ্তাহ আগে
মিরপুরের পর চায়ের দেশ সিলেটে। ওয়ানডের পর এবার ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আইরিশদের আতিথ্য দেবে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডের আত্মবিশ্বাস আছে, তবে ভেন্যু আর ফরম্যাটের পরিবর্তনটাও মাথায় রাখতে চাইছেন টাইগ্রেস অধিনায়ক। অন্যদিকে ঘুরে দাঁড়াতে চায় অতিথিরা। সিলেটে প্রত্যাশা ব্যাটিং বান্ধব উইকেটের। ম্যাচ শুরু দুপুর ২টায়।

গায়ে চা কন্যাদের ঐতিহ্যবাহী পোশাক, পিঠে ঝোলানো পাতা সংগ্রহের ঝুড়ি। চায়ের দেশে নতুন সাজে নিগার সুলতানা জ্যোতি আর গ্যাবি লুইস। সিলেটে লড়াই শুরুর আগে সোনালি ট্রফি হাতে ফটোসেশনে অংশ নেন দুই দলের অধিনায়ক।


ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর ২০ ওভারেও ফেবারিট স্বাগতিকরা। অন্তত ঘরের মাঠ হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে র‌্যাঙ্কিংয়ের হিসেব দুশ্চিন্তা বাড়াবে স্বাগতিকদের। সংক্ষিপ্ততম ফরম্যাটে আরও বেশি শক্তিশালী আইরিশরা। তাই ভালো ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না নিগার সুলতানা জ্যোতি।


আরও পড়ুন: 'চা কন্যা'র বেশে ট্রফি উন্মোচন বাংলাদেশ ও আয়ারল্যান্ড অধিনায়কের 


বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা বলেন, 'খেলোয়াড়রা ভালো টাচে আছে এখন। আমাদের ঐ ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। প্রথম ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ, প্রথম ম্যাচটা ভালো করলে আমরা পুরো সিরিজে ভালো করতে পারব।'


অন্যদিকে, ক'দিন আগেই ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে হারানোর অভিজ্ঞতা থাকা আইরিশদের প্রত্যাশা পেসবান্ধব উইকেটের। পছন্দের ফরম্যাটে জয় দিয়ে শুরুর লক্ষ্য সফররতদের।


আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস বলেন, 'জিততে চাই. অন্তত শেষ সামারে আমাদের খেলার ধরন আর সাফল্যের হিসেব টানলে টি-টোয়েন্টিতে আমরা আত্মবিশ্বাসী। মিরপুরের বিবেচনায় সিলেটে ভালো উইকেটের প্রত্যাশা থাকবে।'


তিন ম্যাচ সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

]]>
সম্পূর্ণ পড়ুন