দুই ডিফেন্ডারের চোটে বড় ধাক্কা খেলো ম্যানচেস্টার সিটি

১ সপ্তাহে আগে
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে বড় ধাক্কা খেলো ম্যানচেস্টার সিটি। হ্যামস্ট্রিংয়ের চোটে ৪ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সিটির পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াস। অন্যদিকে শিনবোন ভেঙে যাওয়ায় লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ইয়োশকো ভার্দিওল। সিটির কোচ পেপ গার্দিওলা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার (৪ জানুয়ারি) প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচে চোট পান সিটির দুই ডিফেন্ডার। শুরুর একাদশের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে হারানো সিটির জন্য অবশ্য বেশ বড়োসড়ো ধাক্কা। 

 

আরও পড়ুন: তবে কী ডি লিখটই কুফা?

 

২০ রাউন্ড শেষে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে পেপ গুয়ার্দিওলার দল। সমান ম‍্যাচে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে মিকেল আর্তেতার আর্সেনাল। 

 

প্রিমিয়ার লিগে টানা দুই ড্রয়ের পর বুধবার (৭ জানুয়ারি) ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের মুখোমুখি হবে সিটি। ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের চোট সম্পর্কে বলেছেন পেপ গুয়ার্দিওলা। 

 

আরও পড়ুন: যখন অবসর নিতে চেয়েছিলেন নেইমার

 

‘দিয়াস, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় চার থেকে ছয় সপ্তাহ (বাইরে থাকবে)। ভার্দিওল লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবে। (জন) স্টোন্সের ব্যাপারে কোনো ধারণা নেই। পরের ম্যাচের জন‍্য সে তৈরি নয়। (নাথান) আকে ঠিক আছে।’ 

 

পেপ গার্দিওলা আরও বলেন, ‘আমাদের যে স্পিরিট আছে, তাতে আমরা এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারব। ক্লান্তির কথা বিবেচনায় রেখে, আমাদের নতুন মুখ দেখতে হবে এবং আগামীকাল সিদ্ধান্ত নিতে হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন