রোববার এক বিবৃতি হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, গত ৪৮ ঘণ্টা ধরে সাবরা ও তাল আল-হাওয়া পাড়ায় ইসরাইলের নৃশংস সামরিক অভিযানেরর মধ্যে ওমরি মিরান ও মাতান আংরেস্টকে আটকে রাখা যোদ্ধাদের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়, দুই বন্দির জীবন সত্যিই ঝুঁকির মধ্যে রয়েছে। তাই দখলদার বাহিনীকে অবিলম্বে ৮ নম্বর রোডের দক্ষিণে সরে যেতে হবে এবং আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আকাশ পথে অভিযান বন্ধ করতে হবে, যাতে দুই বন্দিকে উদ্ধার চেষ্টা চালানো যায়।
আরও পড়ুন: ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি
আল জাজিরা বলছে, রোববার গাজা শহরের আবাসিক এলাকাগুলোর আরও গভীরে প্রবেশ করেছে ইসরাইলি ট্যাঙ্ক। হামলা তীব্র করায় কয়েক ডজন আহত মানুষ ভবনে আটকা পড়েছেন যাদের কাছে এখনও পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসকরা জানিয়েছেন, ইসরাইলি ট্যাঙ্কগুলো সাবরা, তেল আল-হাওয়া, শেখ রাদওয়ান এবং আল-নাসের এলাকায় তাদের আক্রমণ আরও তীব্র করেছে। এছাড়া গাজা শহরের কেন্দ্রস্থল এবং পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে লাখ লাখ মানুষ আশ্রয় নিচ্ছে।
আরও পড়ুন: গাজার আরও গভীরে ইসরাইলি ট্যাঙ্ক, আহত অনেকে আটকা পড়েছেন: চিকিৎসক
এদিকে গাজা যুদ্ধ বন্ধে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রয়টার্সকে তিনি বলেন, সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজা শান্তি পরিকল্পনার প্রস্তাব চূড়ান্ত হবে বলে আশা করছি।
]]>