দুই চিকিৎসক দিয়ে চলছে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তি

৩ সপ্তাহ আগে
চিকিৎসক সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। মাত্র দুই চিকিৎসক দিয়ে বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা নার্গিস আক্তার বলেন, ‘গেল কয়েক দিন হলো আমার ছেলের অনেক জ্বর, কিছুতেই নামছে না। সকাল ৯টার দিকে হাসপাতালে আসছি দুপুর গড়িয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সুযোগ হলো না ডাক্তার দেখানোর।’


জুলেখা নামে আরেকজন রোগী বলেন, ‘বিরামপুর হাসপাতালের চিকিৎসা অনেক ভালো। কিছুদিন হলো ডাক্তার সংকটের কারণে হাসপাতালটি যেন নিজেই এখন অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার ছাড়া কীভাবে চলে এত বড় একটা হাসপাতাল? কর্তৃপক্ষ কেন দেখে না?’


আরও পড়ুন: ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ সিজারিয়ান অপারেশন


হাসপাতালের একজন নার্স বলেন, হাসপাতালটিতে সকাল থেকে দুপুর পর্যন্ত শত শত রোগীরা আসেন চিকিৎসা নেয়ার জন্য, যখন এসে দেখেন ডাক্তার নাই তখন আমাদের ওপরে তারা ক্ষিপ্ত হয়ে খারাপ আচরণ করেন। বাধ্য হয়ে আমরাও সেটা সহ্য করি, কিন্তু সেটা কতদিন।


চিকিৎসক সংকটের কারণে বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেয়া কষ্টকর হচ্ছে বলে জানান, ‘বিরামপুর উপজেলা মেডিকেল অফিসার ডা. শাহারিয়ার পারভেজ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন যতদ্রুত সম্ভব জনবল নিয়োগ দেবেন। জনগণ নিয়োগ দিলে সেবার মান বৃদ্ধি পাবে তখন আর জনদুর্ভোগ থাকবে না।’


আরও পড়ুন: মেশিনারিজ সংকট: বরিশালের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা


তিনি আরও বলেন, ‘দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুর সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ রোগী চিকিৎসা সেবা নিতে আসেন হাসপাতালটিতে। ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে হাসপাতালটিতে সাতজন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও আছে মাত্র একজন। ১১ জন কনসালটেন্টের বিপরীতে দুজন থাকলেও তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।


চিকিৎসকসহ জনবল সমস্যা দ্রুত কাটিয়ে উঠে চিকিৎসা সেবার মান উন্নত হবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এমনটাই চাওয়া চিকিৎসা নিতে আসা রোগী ও স্থানীয়দের।
 

]]>
সম্পূর্ণ পড়ুন