সোমবার (৯ ডিসেম্বর) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় (সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ২০ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ দশমিক ৬৯ পয়েন্টে। এদিকে ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৭৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯১৩ দশমিক ৪১ পয়েন্ট ও ১ হাজার ১৬১ দশমিক ৩০ পয়েন্টে।
আরও পড়ুন: তারল্য সংকটের প্রভাব পুঁজিবাজারেও!
এ সময় ডিএসইতে ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫৬টির কোম্পানির শেয়ারের, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২০ দশমিক ৩৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৪ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫১৮ দশমিক ১৬ পয়েন্টে ও ৮ হাজার ৮৩২ দশমিক ১৬ পয়েন্টে।
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারের সম্মুখভাগে থাকা উচিত: বিএসইসি চেয়ারম্যান
সিএসই-৫০ সূচক ও সিএসই-৩০ সূচক কমেছে যথাক্রমে ৩ দশমিক ৮১ পয়েন্ট ও ২২ দশমিক ৬৯ পয়েন্ট। সূচক অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ১০১ দশমিক ১২ পয়েন্টে ও ১১ হাজার ৮৫৭ দশমিক ৮৩ পয়েন্টে। তবে সিএসআই সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৭ দশমিক ৯৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ২ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকার শেয়ার।
লেনদেন হওয়া ১১৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯টি কোম্পানি শেয়ারের, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
]]>