গত অক্টোবরের ২৬ তারিখে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে জয়হীন সিটিজেনরা। এ সময়ে ফেইনুর্দের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৩-৩ গোলে ড্র বাদ দিলে সবগুলো ম্যাচেই হেরেছে পেপ গার্দিওলার দল।
সবশেষ ম্যাচে গতকাল রোববার (১ ডিসেম্বর) লিভারপুলের মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেছে ম্যানসিটি। যে হারে পয়েন্ট তালিকার ৫ নম্বরে নেমে গেছে তারা। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে ১১ পয়েন্টে!
আরও পড়ুন: সিটিকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল
বলতে গেলে লিগ ধরে রাখা সিটির জন্য এক প্রকার অসম্ভব ব্যাপারে দাঁড়িয়েছে মৌসুমের অর্ধেক শেষ হওয়ার আগে। কোচের পদ থেকে পেপ গার্দিওলার বিদায়ের আওয়াজও উঠছে। কিন্তু এমন সময়ে সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন সিটির ফুলব্যাক কাইল ওয়াকার। দলকে সঠিক পথে ফিরিয়ে আনতে খেলোয়াড়রা ‘শেষ পর্যন্ত লড়বেন’ বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সমর্থকসহ ক্লাবের সঙ্গে সম্পর্ক আছে এমন সকলকেই খেলোয়াড়দের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর অনুরোধ করেছেন এই ৩৪ বছর বয়সী।
ওয়াকার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের সমর্থকদের জন্য বার্তা: আমরা জানি আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স প্রত্যাশার ধারেকাছেও নেই এবং আমরা এ ব্যাপারে অবগত আছি। তবে আমরা পূর্বেও এমন কঠিন সময়ের মোকাবেলা করেছি, একসঙ্গে এবং আমরা এবারও দুঃসময় পেছনে ফেলতে পারব।’
তিনি যোগ করেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে, এই কঠিন সময়ে ম্যানচেস্টার সিটিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকাটা। ভালো সময়ে হোক আর খারাপ সময়ে, আপনাদের সমর্থন আমাদের জন্য সবকিছু।’
আরও পড়ুন: অ্যানফিল্ডে নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান সালাহ
গত মৌসুমে একদম শেষ ম্যাচে গিয়ে সিটির লিগ শিরোপা নিশ্চিত হয়েছিল। সেই উদাহরণ টেনে ওয়াকার বলেন, ‘আমরা মৌসুমের একেবারে শেষ ম্যাচেও শিরোপা জিতেছি এবং আমরা রেকর্ড গড়ে ১০০ পয়েন্ট নিয়ে ইতিহাসও গড়েছি। আমরা সময়ে সময়ে প্রমাণ করে দিয়েছি যে, কঠিন সময় থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং আমরা ফের সেটাই করব। আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমরা শেষ পর্যন্ত লড়াই করব।’
আগামী বুধবারই (৪ ডিসেম্বর) ঘুরে দাঁড়ানোর সুযোগ সিটির সামনে। এদিন লিগের খেলায় নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে সিটিজেনরা।