সোমবার (১৬ ডিসেম্বর) এই বিজয় মিছিল বের করে তারা। শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের নিয়ে এই বিশাল বিজয় মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
পরে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান।
পরে এক সমাবেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘বিএনপিকে নিয়ে এখনও নানা যড়যন্ত্র হচ্ছে। কিন্তু বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।’
আরও পড়ুন: মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
তিনি আর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গতিতে বিএনপি দেশকে এগিয়ে নেয়ার সংগ্রাম চালিয়ে যাবে। কারণ, দেশের সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তন কেবলমাত্র বিএনপিই করেছে। আর তা সম্ভব হয়েছে শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের উত্তরসূরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য।
এসময় মহান মুক্তিযুদ্ধে এবং ২৪ এর জুলাই বিপ্লবে অংশ নেয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ ফরিদ আহমেদ মানিক।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত থেকে সবাই দেশগঠনে শপথ বাক্য পাঠ করান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। তাদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ আরও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন।