দীপু চন্দ্র হত্যা মামলায় আরও দুইজন গ্রেফতার

৩ সপ্তাহ আগে
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস নামে এক পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ নিয়ে এ মামলায় মোট ১২ জনকে গ্রেফতার করা হলো। এর মধ্যে র‍্যাব ৭ জনকে ও ৫ জনকে গ্রেফতার করল পুলিশ।


ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাতে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আশিক ও কাইয়ুম নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন: দিপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা: ধর্ম অবমাননার প্রমাণ পায়নি র‍্যাব

দীপু হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন