দিয়াজের জোড়া গোল ও লাল কার্ড, তবুও জয় পেল বায়ার্ন

৩ সপ্তাহ আগে
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে তাদেরই মাঠে হারিয়ে দিল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পার্ক দে প্রিন্সেসে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচে জয় পেয়েছে কম্পানির দল। মঙ্গলবার রাতে আক্রমণ ও বল দখলে আধিপত্য দেখিয়েও ১০ জনের বায়ার্নকে হারাতে পারেনি এনরিকের পিএসজি।


ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। অলিসের শট ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক, তবে ফিরতি বল পেয়ে তা জালে পাঠান দিয়াজ। ২২তম মিনিটে উসমান দেম্বেলে বায়ার্নের জালে বল পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।


৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াজ। পিএসজি ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যায় কলম্বিয়ার এই তারকা। গোলকিপার এগিয়ে আসলেও তাকে পরাস্ত করেন তিনি। তবে বায়ার্নের হয়ে দুই গোল করা দিয়াজ প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে পুরো দ্বিতীয় হাফ ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছে জার্মান চ্যাম্পিয়নদের।


আরও পড়ুন: ইতিহাস গড়ে ফিফপ্রো'র বর্ষসেরা একাদশে ইয়ামাল 


এদিকে দ্বিতীয় হাফে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় স্বাগতিক পিএসজি। তবে কাজের কাজ কিছুই হচ্ছিল না। ৭৪ মিনিটে জোয়াও নেভেস পিএসজির হয়ে এক গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।


চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় এখন বায়ার্ন। এদিকে তিন জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল শিরোপাধারী পিএসজি, ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে লুইস এনরিকের দল।  

]]>
সম্পূর্ণ পড়ুন