দিশা পাটানির বাড়িতে গুলি: অভিযুক্তরা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

৩ সপ্তাহ আগে
ভারতের দিল্লি লাগোয়া গাজিয়াবাদে বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তি।

স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, নিহতরা গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। দিল্লি পুলিশ এবং উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি যৌথ দল এই অভিযান চালায়।

 

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দুর্বৃত্তদের তারা ঘিরে ফেলেছিল। এই অবস্থায় তারা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা জবাব দেয়। এসময় ওই দু’জন আহত হয়েছিল। পরে চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হয়। 

 

ওই দু’জনের কাছ থেকে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তাদের চিহ্নিত করা হয়েছিল। জানা গেছে, নিহত দুই গ্যাং সদস্যের নাম রবীন্দ ওরফে কাল্লু এবং অরুণ। দু’জনই হরিয়ানার বাসিন্দা। 

 

আরও পড়ুন: মধ্যরাতে দিশা পাটানির বাড়িতে হামলা, গুলিবর্ষণ!

 

এসটিএফ জানিয়েছে, অভিযুক্তরা গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিল। বেশ কয়েকটি ফৌজদারি মামলায় তাদের খুঁজছিল পুলিশ।

 

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিশা পাটানির বাড়ির বাইরে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়েছিল দুই মোটরবাইক আরোহী। পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করে রোহিত গোদারা-গোল্ডি ব্রার গ্যাং। 

 

আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্য মহারাজের নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করেছিলেন দিশার বোন খুশবু পাটানি। এরপরই গ্যাংস্টার রোহিত গোদরা, ‘আধ্যাত্মিক গুরুর অপমানের জবাব দেয়া হবে’ বলে হুমকি দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

]]>
সম্পূর্ণ পড়ুন