দিল্লিকে অবিশ্বাস্য জয় এনে দেয়ার অন্যতম নায়ক, কে এই বিপরাজ?

১ সপ্তাহে আগে
আইপিএলে গতকাল (২৪ মার্চ) শ্বাসরুদ্ধকর এক ম্যাচ উপহার দিয়েছে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। ব্যাট এবং বল হাতে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে রিশভ পন্তের লখনৌ। তবে নিশ্চিত হারের মুখ থেকে ফিরে এসে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে দিল্লি। আর এমন জয়ের পেছনে দুজন মানুষের অবদান ছিল সবচেয়ে বেশি। তারা হলেন, আশুতোষ শর্মা এবং বিপরাজ নিগাম।

ভিশাখাপাটনামে গতকাল লখনৌয়ের দেয়া ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে দিল্লি। জয়ের জন্য তখন ৪৫ বলে দরকার ৯৭ রান। অর্থাৎ ওভারপ্রতি প্রায় ১৩ রান। অসম্ভবপ্রায় এই অবস্থান থেকে দিল্লিকে জিতিয়েছেন আশুতোষ এবং নিগাম।

 

গতকাল সপ্তম উইকেটে নিগামকে নিয়ে ২২ বলে ৫৫ রানের জুটি গড়েন আশুতোষ। যেই জুটিতে বিপরাজের অবদান ১৫ বলে ৩৯ রান। ২ ছক্কা ও ৫ চারের ইনিংসে তরুণ এই ব্যাটার ব্যাট করেছেন ২৬০ স্ট্রাইক রেটে। ১৭তম ওভারে বিপরাজ আউট হয়ে ফিরলেও তার দেখানো পথে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন আশুতোষ।

 

আইপিএলের গত আসরে পাঞ্জাব কিংসের হয়ে স্লগ ওভারে পাওয়ার হিটিংয়ে খ্যাতি অর্জন করেছিলেন আশুতোষ। ৩১ বলে তার ম্যাচজয়ী ৬৫ রানের ইনিংস চমক উপহার দিলেও অপ্রত্যাশিত ছিল না। তবে বিপরাজের ইনিংস অনেকটাই অবাক করেছে সমর্থক ও ক্রিকেট বিশ্লেষকদের। কারণ ২০ বছর বয়সী বিপরাজকে এর আগে চিনতেনই না তেমন কেউ।

 

গতকালকের ম্যাচটিই ছিল আইপিএলে বিপরাজের প্রথম ম্যাচ। আর শুরুতেই চমকে দিয়েছেন তিনি। উত্তর প্রদেশের এই বোলার শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও নিয়েছেন এইডেন মার্করামের গুরুত্বপূর্ণ উইকেট। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর মতে, এই ম্যাচে সবচেয়ে বেশি প্রভাব রাখা ক্রিকেটারদের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন বিপরাজ। তার ওপরে আছেন কেবল কুলদীপ যাদব এবং আশুতোষ শর্মা। বিশ্বের সবচেয়ে দামী লিগে এর চেয়ে দারুণ অভিষেক আর কী হতে পারে!

 

এবারের আইপিএলের জন্য বিপরাজকে কেবল ৫০ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি। গত বছরের ইউপি টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করে ফ্রাঞ্চাইজি দলগুলোর নজরে আসেন তিনি। ঘরোয়া ওই টুর্নামেন্টে সাড়ে সাতেরও কম ইকোনমিতে ২০ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

 

আরও পড়ুন: লখনৌয়ের হারে পন্তের ওপর নাখোশ মালিক, ফিরে এলো রাহুলের স্মৃতি

 

লখনৌয়ের বিপক্ষে অসাধারণ ইনিংস খেলার পর দিল্লির আরেক সতীর্থ কুলদীপ যাদব বিপরাজকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি বলেন, 'অনুর্ধ্ব-১৯ এর দিনগুলোতে বিপরাজ একজন ব্যাটার ছিল। এরপর ধীরে ধীরে ও বোলিংয়ে মনোযোগ দেয়। তবে ব্যাটিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো দক্ষতা আছে ওর। আমি ওকে ভালো অনেক শট খেলতে দেখেছি। সে সবসময় ভয়ডরহীন খেলা খেলে এবং বড় শট খেলতে দ্বিধা করে না। বোলিংয়ে আরও শ্রম দিচ্ছে নিজেকে শাণিত করার জন্য।'

 

তিনি আরও বলেন, 'সে অনেক মেধাবী একজন খেলোয়াড়। ইউপি প্রিমিয়ার লিগে সে দুর্দান্ত পারফর্ম করেছে এবং এরপর রঞ্জি ট্রফিতেও ভালো খেলেছে। আমি ওর ব্যাটিং দেখে আজ কিছুটা অবাক হয়েছি। এতটা ভালো ব্যাটিং করে, আমি জানতাম না। আমি আত্মবিশ্বাসী, ও সামনে অনেক ভালো কিছু করবে।' 

]]>
সম্পূর্ণ পড়ুন