দিল্লি হাইকোর্টে মামলা করলেন কুমার শানু, শুনানি সোমবার

১ সপ্তাহে আগে
বিড়ম্বনার শিকার হয়ে দিল্লি হাইকোর্টে মামলা করলেন ভারতীয় গায়ক কুমার শানু। ব্যক্তিত্ব সুরক্ষার অধিকারের দাবিতে আদালতে একটি আবেদন জমা দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গায়কের জনপ্রিয় একটি গানের কয়েকটি শব্দ বদলে ফেলা হয়েছে। সে বদলে ফেলা শব্দের গান নেতিবাচকভাবে ব্যবহার করা হচ্ছে পাকিস্তানে।

 

কুমার শানুর দাবি, বদলে ফেলা ওই গানে ভারতবিরোধী শব্দ ব্যবহার করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলছে। তাই আইনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন তিনি।

 

শনিবার (১১ অক্টোবর) আদালতে গায়কের পক্ষে স্বত্বাধিকার আইনের অধীনে মামলা দায়ের করেছেন আইনজীবী শিখা সচদেব ও সানা রইস খান। আইনজীবী সানা এর আগে বলিউড মেগাস্টার শাহরুখ খানসহ একাধিক জনপ্রিয় তারকার মামলা লড়েছেন।

 

এদিকে কুমার শানুর ম্যানেজার দিলীপ দে সংবাদমাধ্যমে জানিয়েছেন, শুধু পাকিস্তানে নয়, নিজ দেশেও প্রযুক্তির অপব্যবহারের শিকার হচ্ছেন গায়ক। নিজেদের প্রচারে ও ভুল কাজে একদল স্বার্থান্বেষী ভুলভাবে গায়কের ছবি, কণ্ঠ প্রচার করছেন। মামলায় তারই প্রতিকার চাওয়া হয়েছে।

 

আরও পড়ুন: কন্নড় সিনেমায় নিষিদ্ধ রাশমিকা, কী বলছেন অভিনেত্রী?

 

প্রসঙ্গত, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) বিচারপতি মনপ্রিত প্রিতম সিং অরোরার এজলাসে কুমার শানুর দায়ের করা মামলার শুনানি হবে। শুনানির পর সংবাদমাধ্যমে কথা বলবেন ভারতের এ জনপ্রিয় গায়ক।

 

আরও পড়ুন: মঞ্চে শুভশ্রীকে দেখে দেব প্রসঙ্গে কী বললেন শান?

]]>
সম্পূর্ণ পড়ুন