চট্টগ্রাম টেস্টের প্রথম দুই সেশন দেখে মনে হচ্ছিলো, বড় সংগ্রহ পাবে জিম্বাবুয়ে। ১৭৭ রানে মাত্র ২ উইকেট হারিয়ে ভালো একটা অবস্থায় ছিল সফরকারীরা। তবে শেষ সেশনে নাঈম হাসান এবং তাইজুল ইসলামের ঘূর্ণিতে সব ওলট-পালট হয়ে যায়। একের পর এক উইকেট হারিয়ে ৯ উইকেটে ২২৭ রানে দিন শেষ করে জিম্বাবুয়ে।
আর দ্বিতীয় দিনের প্রথম বলেই তাইজুলের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরে যান মুজারাবানি। আর তাতেই সমাপ্তি হয় জিম্বাবুয়ের ইনিংস। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান এসেছে শন উইলিয়ামসের ব্যাট থেকে। এছাড়াও নিক ওয়েলচ করেন ৫৪ রান।
আরও পড়ুন: তাইজুল ম্যাজিকে স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ
তাইজুল ইসলাম ৬০ রান খরচায় নেন ৬ উইকেট। ২ উইকেট পেয়েছেন নাঈম হাসান। আর অভিষেক ম্যাচেই একটি উইকেট শিকার করেছেন তানজিম সাকিব।
চট্টগ্রামে প্রথম দিনে অতিরিক্ত গরমের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন নিক ওয়েলচ। দ্বিতীয় দিনেও বেশ গরম। সকালে ঝড় হলেও এখন রৌদ্রোজ্জ্বল।