দিনাজপুরের বাসচাপায় ইজিবাইক চালক নিহত

১ সপ্তাহে আগে
দিনাজপুরের চুনিয়াপাড়ায় যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই সৌরভ নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।


নিহত সৌরভ সদর উপজেলার কসবা বিশদ পাড়া গ্রামের বাসিন্দা।


আহতরা হলেন: জনি ও তাজিম উদ্দিন। এদের মধ্যে জনির অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে চিকিৎসক।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চালক সৌরভ নিহত হন। আহত জনি ও তাজিম উদ্দিনের মধ্যে জনির অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে চিকিৎসক। পুলিশ হানিফ পরিবহনের কোচটি আটক করেছে। এ ঘটনায় ড্রাইভার পলাতক রয়েছে।


আরও পড়ুন: বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত


ওসি আরও জানান, নিহত সৌরভ হেমব্রনের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন