শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান।
সাব্বির হোসেন সবুজ উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে।
পুলিশ সুপার বলেন, সাব্বির হোসেন সবুজ গত ২৩ সেপ্টেম্বর নিখোঁজ হয়। এ সংক্রান্ত থানায় একটি সাধারণ ডায়েরি হয়। এর প্রেক্ষিতে তাকে খুঁজতে থাকে পুলিশ। এর দুদিন পর ২৫ সেপ্টেম্বর একটি ডোবা থেকে তিন টুকরা মস্তকবিহীন একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা সবুজের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে তার মরাদেহ শনাক্ত করে। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সবুজের ছোট ভাই সাদেক হাসান।
আরও পড়ুন: ঢাবি ছাত্র সাম্য হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৮
তিনি বলেন, রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত আব্দুর হামেদ। তার দেয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে মস্তকসহ হত্যায় ব্যবহৃত হাঁসুয়া ও কোদাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে এ ঘটনার তদন্ত চলমান রয়েছে।
জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান সবুজ। এরপর আর বাড়ি ফিরে আসেননি। এরপর গত ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধানক্ষেতের ডোবা থেকে মাথাবিহীন দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পল্লবীতে শাকিল হত্যার রহস্য উন্মোচন
মামলার সূত্র ধরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ওই রাতেই ৫ জনকে গ্রেফতার করে। আটকদের মধ্যে মামলার ৬ নাম্বার আসামি উপজেলার কাজিহাল ইউনিয়নের গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে মো. আব্দুর হামেদকে তিন দিনের রিমান্ডে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (১৮ অক্টোবর) ওই আসামির দেয়া তথ্য মোতাবেক ঘটনাস্থলের একটি গভীর নলকূপের পাইপের ভেতর থেকে মরদেহের বিচ্ছিন্ন মস্তকটি উদ্ধার করে।

১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·