দিনাজপুরে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে সংকট ও শঙ্কা

১ সপ্তাহে আগে
রংপুর বিভাগের ৮ জেলার নারীদের প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নির্মিত দিনাজপুরে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। জনবল সংকট, আধুনিক ইন্সট্রুমেন্টসহ সুযোগ-সুবিধার অভাবে প্রশিক্ষণ নিতে আসা নারীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সুফল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রশিক্ষণ কেন্দ্রটিতে জনবল কাঠামোতে ২৬ জন থাকার কথা থাকলেও খণ্ডকালীন ৪ জন প্রশিক্ষক দিয়ে চলছে কার্যক্রম। প্রশিক্ষণের কাজ চলছে বাহির থেকে পারটাইম ৩ জন প্রশিক্ষক দিয়ে।

  

কেন্দ্রটিতে আধুনিক গার্মেন্টস বিষয়ে ২০ জন, দর্জি বিজ্ঞানে ৩০ জন এবং বেসিক কম্পিউটার বিষয়ে ১০ জনসহ মোট ৬০ জন নারীকে ৩ মাস মেয়াদে প্রশিক্ষণ দেয়া হয়। এ ছাড়া, আবাসিক এই মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপত্তা নিয়ে শঙ্কিত প্রশিক্ষণার্থীরা। ১৬ বছর আগে উদ্বোধনের পর আজ পর্যন্ত প্রতিষ্ঠানটির উন্নয়নে কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন তারা।

 

আরও পড়ুন: ইউএফটিবি-তে সাইবার নিরাপত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

 

খণ্ডকালীন প্রশিক্ষকরা অভিযোগ করেন, ১৬ বছর আগের সেলাই মেশিন, কম্পিউটারসহ মেশিনারি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চালানো হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। পুরাতন মেশিনারিজ দিয়ে মানসম্মত প্রশিক্ষণ দেয়া সম্ভব হচ্ছে। যেহেতু প্রশিক্ষণ কেন্দ্রটি আবাসিক এবং এখানে নারীরা রাত্রি যাপন করেন, তাই সুরক্ষিত বাউন্ডারি ওয়াল থাকা দরকার। মেয়েদের নিরাপত্তার কথা ভেবে সুরক্ষিত প্রাচীর এবং নাইট গার্ড সংখ্যা বাড়ানোর দাবি জানান  হোস্টেল সুপারিনটেডেন্ট ফেরদৌস আরা।

 

আর জনবল সংকট, আধুনিক ইন্সট্রুমেন্ট এবং অবকাঠামো সংস্কারের জন্য মহিলা বিষয়ক অধিদফতরকে কয়েক বার চিঠি দেয়া হয়েছে জানিয়েছেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক কর্মকতা মো. মোর্শেদ আলী খান।

 

আরও পড়ুন: ৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০০

 

দিনাজপুরের গোবিন্দপুরে ৪ একর জমির ওপর ৮ কোটি টাকা ব্যয়ে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয় ২০০৯ সালে। কেন্দ্রটি চালু হয় ২০১২ সালে।

]]>
সম্পূর্ণ পড়ুন