দিনাজপুরে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মী কারাগারে

১ সপ্তাহে আগে
দিনাজপুরে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মী নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

আরও পড়ুন: বিএনপি-জামায়াত বুয়েটে জঙ্গিবাদ কায়েম করতে চায়: কামরুল ইসলাম

তিনি জানান, জেলার হাকিমপুর বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে জামায়াত- শিবির ক্যাডাররা সরকারবিরোধী আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন করেছে। সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ওই ৩ টি থানায় নাশকতার মামলা রুজু করে। 

 

ওইসব মামলায় পুলিশ তদন্ত করে জামায়াত-শিবির ক্যাডারদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জেলা ও দায়রা আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 


আটক আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারি করার পর মঙ্গলবার দুপুরে আইনজীবীর মাধ্যমে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে। 


বিচারক দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। সূত্রটি জানায়, আটক আসামিদের মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় কড়া পুলিশ পাহারায় জেলহাজতে নেয়া হয়েছে। 


আটক আসামিরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জামায়াতের রোকন মুশফিকুর রহমান, গোলাম মোস্তফা, মতিউর রহমান, নজিবর রহমান, মাওলানা মো. শফিকুল ইসলাম, আব্দুর রহিম, বোরহানুল ইসলাম ও হাফিজুল ইসলাম। 

আরও পড়ুন: বুয়েটকে রাজনীতিমুক্ত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষার্থীরা

জেলার হাকিম উপজেলার মোফাজ্জল হোসেন, আসলাম উদ্দিন, মোহাম্মদ আলী হোসেন, মিরাজ উদ্দিন ও আতোয়ার হোসেন।


জেলার ঘোড়াঘাট উপজেলার মাহমুদুর রহমান, ইহসানুল হক, সিরাজুল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল কাফি। 


সূত্রটি জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন