দিনাজপুরে কোরবানির হাটের বিশেষ আকর্ষণ মরু অঞ্চলের প্রাণী দুম্বা

৩ সপ্তাহ আগে
গরু ও ছাগলের পাশাপাশি এবার কোরবানির পশুর হাটে নতুন সংযোজন মরু অঞ্চলের প্রাণী দুম্বা। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জহুরা অ্যাগ্রো ফার্মে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে দুম্বার খামার, যা ইতিমধ্যে কোরবানির হাটে কৌতূহল ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জহুরা অ্যাগ্রো ফার্মের ম্যানেজার মো. লোকমান আলী জানান, ‘প্রতিবারের মতো এবারও আমাদের খামারের বেশ কিছু দুম্বা হাটে বিক্রির জন্য আনা হয়েছে। তবে এবার সংখ্যা অন্যান্যবারের তুলনায় বেশি।’

 

তিনি আরও জানান, পাঁচ বছর আগে খামারটির মালিক মো. আব্দুল হান্নান ভারতের রাজস্থান থেকে শখের বসে ছয়টি দুম্বা আনেন। সেগুলোর বংশবিস্তার করে এখন খামারে দুম্বার সংখ্যা দাঁড়িয়েছে ৬৭টি। এর মধ্যে এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য ২২টি দুম্বা প্রস্তুত করা হয়েছে। এর কিছু গত মঙ্গলবার ও বুধবার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ হাটে বিক্রির জন্য তোলা হয়েছিল।

 

আরও পড়ুন: দিনাজপুরে ২০ মামলার আসামি মুসা গ্রেফতার

 

খামারের দুম্বাগুলোর ওজন ৪০ থেকে ৬০ কেজি পর্যন্ত এবং প্রতিটির দাম ৭৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। খামার থেকেই প্রতিদিন ক্রেতারা দুম্বা কিনে নিচ্ছেন। ইতিমধ্যে অনেক ক্রেতা খামারে এসে দুম্বা পছন্দ করে গেছেন এবং দরদাম করছেন।

 

জহুরা অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. আব্দুল হান্নান বলেন, ‘মরু অঞ্চলের এই প্রাণী সঠিকভাবে পরিচর্যা করলে যে কোনো জায়গায় খামার করে স্বাবলম্বী হওয়া সম্ভব।’ তিনি জানান, গত কোরবানিতে ৮টি দুম্বা বিক্রি হয়েছিল। এবার প্রস্তুত করা হয়েছে ২২টি।

 

খামারটি দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন বলে জানান খামার কর্তৃপক্ষ।

 

বোচাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ বলেন, ‘মরু অঞ্চলের প্রাণী হলেও এসব দুম্বা যে কোনো পরিবেশে সঠিক পরিচর্যার মাধ্যমে লালনপালন সম্ভব। অনেকেই এটাকে বাণিজ্যিকভাবে গ্রহণ করতে পারেন।’ তিনি আরও বলেন, ‘বোচাগঞ্জের এই দুম্বার খামারটি এখন এলাকার ব্যতিক্রমী একটি উদ্যোগ হিসেবে পরিচিতি পাচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন