দিনাজপুর সীমান্তে পুশইন ও গরু চোরাচালান রোধে সতর্ক বিজিবি

৪ সপ্তাহ আগে
বিজিবি দিনাজপুর সেক্টরের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেছেন, সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবির প্রধান দায়িত্ব সীমান্তে নিরাপত্তা রক্ষা করা এবং সব অপরাধ প্রতিরোধ করা। বিজিবির সদস্যরা সীমান্তে সব সময় সতর্কতাবস্থায় তাদের ওপর ন্যস্ত দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান তিনি।

সম্প্রতি ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েক দফায় ৫৭ জন নারী পুরুষ ও শিশুকে শূন্য হাতে পুশইন করেছে ভারতীয় বিএসএফ। যথাযথ আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। রাতের আধারে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়েছে।

তিনি বলেন, পুশইন ঠেকাতে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি রেখেছে। তাছাড়া পুশইনের ঘটনায় প্রতিবাদ করে আসছে বিজিবি। প্রয়োজনে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে পুশইন ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে বিজিবি

সীমান্ত পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে বিজিবি শহীদ কর্নেল গুলজার হলে প্রেস বিফ্রিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহফুজুর রহমান।


তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে গরু চোরাচালান ও  চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে । ঈদকে সামনে রেখে খামারিরা গরু লালন পালন করেছেন তারা যেন ক্ষতির সম্মুখীন না হয়, এজন্য পাশের দেশ থেকে গরু চোরাচালান বন্ধে সীমান্তে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।


ব্যাটালিয়ান কমান্ডার বলেন সীমান্ত সুরক্ষায় আমরা সব সময় সজাগ। চোরা চালান মাদক এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে।

]]>
সম্পূর্ণ পড়ুন