দিনাজপুর গোরে এ শহীদ ঈদগাহ ময়দান প্রস্তুত

৪ সপ্তাহ আগে
পবিত্র ঈদুল আজহার জন্য দেশের বৃহৎ ঈদের জামাত দিনাজপুরের গোরে এ শহীদ ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে।

এবারও লাখো মুসল্লির পদভারে মুখরিত হবে এ ময়দান। শেষ মুহূর্তে মাঠের প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার (৫ জুন) সকালে মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। জানালেন মুসল্লিদের নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ বড় ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জেলা  ও পৌর প্রশাসন। ঈদগাহ মাঠ নামাজের উপযোগী এবং দৃষ্টিনন্দন করতে রংসহ বিভিন্ন কাজের সব প্রস্তুতি শেষ হয়েছে। মুসল্লিদের জন্য ওজু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানিসহ ৮০টি মাইক রাখা হয়েছে। পুরো ইদগাহজুড়ে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।  


পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। ঈদের দিন সকাল থেকে মুসল্লিরা মাঠের প্রবেশপথ দিয়ে আসবেন। প্রত্যেক প্রবেশ পথের গেটে মেটাল ডিটেক্টর স্ক্যান করে শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসল্লিরা। ৪টি  পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় প্রধান ঈদ জামাত সকাল ৮ টায়

মাঠ সংস্কারের দায়িত্বে নিয়োজিত দিনাজপুর পৌরসভা পরিদর্শক নঈম উদ্দিন  জানালেন, দীর্ঘ এক মাস
৫৫ জন শ্রমিক দিনরাত কাজ করে মাঠের প্রস্তুতি সম্পন্ন করেছেন। মুসল্লিদের জন্য লাইন, মাইক, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে।


মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে পৌর প্রশাসক মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা যেন কোনো অসুবিধা বা সমস্যায় না পড়েন, এ জন্য বিশেষ স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। আমরা সব ব্যবস্থা সম্পন্ন করেছি, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন।’ 


এবার গোর-এ-শহীদ ঈদগাহ বড় ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। মাওলানা মো. মাহফুজুর রহমান ঈদের জামাতে ইমামতি করবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন