ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ জুলাই) বেলা পৌনে ১টার দিকে শিমুলিয়া এলাকায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৩০ জুলাই) দুপুরে আব্দুল আহাদ খসরু নামে এক ব্যবসায়ী তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। পরে টাকা নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বড়লেখা শিমুলিয়া এলাকায় আসামাত্র মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গতিরোধ করে।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, চুনারুঘাটে দুইপক্ষের সংঘর্ষে প্রাণ গেল আলাউদ্দিনের
এ সময় তার মেয়ে ও ছেলের গলায় ধারালো দেশীয় অস্ত্র ধরে মেয়ের হ্যান্ড ব্যাগে রাখা ২ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি আংটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।