‘দিদি নাম্বার ১’তে থাকছেন না রচনা, নতুন সঞ্চালক কে?

২ দিন আগে
কলকাতার জনপ্রিয় টিভি শো ‘দিদি নাম্বার ১’ মানেই টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জী। তার সাবলীল ও মন্ত্রমুগ্ধকর উপস্থাপনায় শোটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে। অথচ ব্যস্ততার কারণে এবার জনপ্রিয় এ টিভি শোতে বিরতি টানছেন তিনি।

অভিনেত্রী, মডেল, উপস্থাপিকা ছাড়াও বর্তমানে একজন রাজনীতিবিদ রচনা ব্যানার্জি। তাই ভারতের বিধানসভা ভোটের আগে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। যে কারণে ‘দিদি নাম্বার ১’ শোতে সময় দিতে পারছেন না।

 

জানা গেছে, ‘দিদি নাম্বার ১’ পুরোপুরি ছেড়ে দেননি রচনা। রাজনৈতিক কাজের চাপের কারণে তিনটি পর্বের সঞ্চালনা তিনি করবেন না। আর এ তিন পর্বের সঞ্চালনার জন্য তাই নেয়া হয়েছে অন্য সঞ্চালক।

 

ভারতীয় চ্যানেল জি বাংলার অফিশিয়াল ইন্সটাগ্রামে প্রচার করা হচ্ছে উপস্থাপক মীরের  ‘দিদি নাম্বার ১’ শোয়ের প্রোমো। ছবি: সংগৃহীত

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ‘দিদি নাম্বার ১’র তিনটি শো সঞ্চালনার গুরুভার পালন করছেন 'মীরাক্কেল' -এর জনপ্রিয় সঞ্চালক খ্যাত মীর আফসার আলি। ১৩ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের শোগুলোতে রচনার পরিবর্তে তাকে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যাবে।

 

আরও পড়ুন: 'দুই পৃথিবী'র সিক্যুয়াল নিয়ে কী বললেন দেব-জিৎ?

 

প্রসঙ্গত, এর আগেও ‘দিদি নাম্বার ১’র শো থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন রচনা ব্যানার্জি। তবে ওই সময় শো চললেও টিআরপিতে পিছিয়ে পড়েছিল। জনপ্রিয় শোটি এবারও রচনা শূন্য হওয়ায় টিআরপিতে পিছিয়ে পড়তে পারে, এমনই শঙ্কা করছেন অনুষ্ঠান সংশ্লিষ্টরা। 

 

আরও পড়ুন: স্বর্ণের গয়না চুরির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী

]]>
সম্পূর্ণ পড়ুন