দিঘলিয়ায় একই স্থানে বিএনপির দুগ্রুপের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

৩ সপ্তাহ আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, পথের বাজার এলাকায় বিএনপির দুগ্রুপ একই সময়ে কর্মসূচি আহ্বান করায় সংঘাতের আশঙ্কা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

জানা যায়, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে হামলার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা বিএনপি বিকেল ৫টায় পথের বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয়। এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ মল্লিক একই স্থানে গণসংযোগের ঘোষণা দেন। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়।

 

আরও পড়ুন: সাজ-সাজ রব আর আমেজে কিশোরগঞ্জ, কাল বিএনপির সম্মেলন

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউএনও আরিফুল ইসলাম উভয়পক্ষকে সভা-সমাবেশ না করার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেন। এসময় পুলিশি টহল জোরদার করা হয় এবং যৌথ বাহিনীও অবস্থান নেয়।

 

আরও পড়ুন: পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করীম

 

ইউএনও বলেন, ‘পথের বাজার, বেলেঘাট, মোকামপুর বাজার, সেনহাটি বাজার, নগরঘাটসহ আশপাশের এলাকায় অশান্তি ছড়িয়ে পড়তে পারে বলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে সভা, সমাবেশ, পদযাত্রা বা গণজমায়েত নিষিদ্ধ। আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন