রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ২০ ও ৪০ মিনিটের দিকে পৃথক এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার জানান, দারুস সালাম থানা এলাকায় রোজিনা পেট্রোল পাম্পের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৯টা ২০ মিনিটে মিরপুর ১২ এলাকায় মেট্রোরেলের ১৭৭ নম্বর পিলারের নিচে ককটেল বিস্ফোরণ ঘটে।
এদিকে রাত সাড়ে সাতটার দিকে রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: বাড্ডায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পাশে চলন্ত গাড়ি থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে ওই গাড়িটি কলাবাগানের দিকে চলে যায়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় উপদেষ্টার বাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বাসার সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা।
রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটেছে।
এদিকে বাড্ডা এলাকায় বাসে আগুন ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার সংবাদ শুনেছি। আগুন কীভাবে লেগেছে সে সম্পর্কেও আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা শুধু শুনেছি একটি বাসে আগুন লেগেছে।

১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·