দারুণ শুরুর পর ফিরলেন লিটন

৩ সপ্তাহ আগে
শ্রীলঙ্কার দেয়া ১৬৯ রান তাড়ায় সাইফ হাসান এবং লিটন দাসের ব্যাটে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। এই দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে ৫৯ রান করেছে টাইগাররা। তবে পাওয়ারপ্লে শেষের পরই ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হয়ে ফিরেছেন অধিনায়ক লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬২ রান। জয়ের জন্য ১৪ অভারে বাংলাদেশের দরকার ১০৭ রান। উইকেটে আছেন সাইফ হাসান এবং তাওহীদ হৃদয়।

 

লঙ্কানদের দেয়া মাঝারি লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই নুয়ান তুশারার শিকার হন তানজিদ তামিম। দলীয় ১ রানে ফেরেন মারকুটে এই ওপেনার। তবে এখান থেকে খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। প্রথম ওভারে ২ রান এলেও পরের ৫ ওভারে ৫৭ রান তোলেন লিটন-সাইফ।

 

সপ্তম ওভারে হাসারাঙ্গার লেগস্পিনে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন লিটন। ১৬ বলে ২৩ রান করে থামেন অধিনায়ক।

 

আরও পড়ুন: সাকিবকে ছুঁয়ে ফেললেন মুস্তাফিজ

 

এর আগে ব্যাটিংয়ে নেমে দাসুন শানাকার ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে ১৬৮ রান করে শ্রীলঙ্কা। ৩ চার ও ৬ ছক্কায় ৩৭ বলে ৬৪ রান করেন শানাকা। ২৫ বলে ৩৪ রান করেন কুশল মেন্ডিস।

 

বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ২ উইকেট নিয়েছেন শেখ মেহেদী। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন