বাকুতে ম্যাচের চতুর্থ মিনিটেই ছয় গজ বক্সের বাইরে থেকে আজারবাইজানের স্ট্রাইকার রেনাতের শটে পিছিয়ে পড়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আগের ম্যাচেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত থাকায় বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ফ্রান্স।
তবে ১৭তম মিনিটে ফিলিপ মাতেতার হেডে সমতা ফেরে তারা। এর ১৩ মিনিট পর কাছ থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন মোনাকোর মিডফিল্ডার আকলিউচে। জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন এই মিডফিল্ডার। বিরতির আগে আজারবাইজান গোলরক্ষকের আত্মঘাতী বলেই আরও পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
আরও পড়ুন: ইতালিকে উড়িয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল হলান্ডের নরওয়ে
দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাছাইয়ের প্রথম পাঁচ রাউন্ডে চারটিতেই হারা আজারবাইজান। এই জয়ে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স। একই সময়ে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় ইউক্রেইন, তারা নিশ্চিত করেছে প্লে-অফ।
আলবেনিয়ার বিপক্ষে জোড়া গোল করেন কেইন।
এদিকে গত মাসেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ইংল্যান্ড তাদের জয়ের ধারা ধরে রেখেছে। শেষ রাউন্ডে হারিয়ে দিয়েছে আলবেনিয়াকে। প্রতিপক্ষের মাঠে এদিন ২-০ গোলে জিতেছে ইংল্যান্ড। দুটি গোলই করেছেন হ্যারি কেইন।
চলতি মৌসুমে অবিশ্বাস্য ছন্দে ছুটে চলেছেন কেইন। এবারের বাছাইয়ে আট ম্যাচে তার গোল হলো আটটি। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে তার মোট গোল ৭৮টি।

১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·