‘দায়ীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না’: হুঁশিয়ারি রাজনাথের

১১ ঘন্টা আগে
দিল্লির বিস্ফোরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঐতিহাসিক লালকেল্লার কাছে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। যেখানে এখন পর্যন্ত ৯ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।


দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় রাজনাথ বলেন, ‘আমি আমার দেশের মানুষদের আশ্বস্ত করতে চাই, দেশের শীর্ষস্থানীয় তদন্তকারী সংস্থাগুলো এই ঘটনার দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করছে। তদন্তের ফলাফল শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে। আমি জাতিকে দৃঢ়ভাবে আশ্বস্ত করতে চাই যে এই ট্র্যাজেডির জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে এবং কোনো অবস্থাতেই তাদের রেহাই দেয়া হবে না।’

 

আরও পড়ুন:সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ, ৩ ঘণ্টা পার্কিংয়ে ছিল গাড়ি

 

বিস্ফোরণের পর তার প্রথম বক্তব্যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিস্ফোরণটি একটি আই২০ গাড়িতে হয়েছিল।

 

এর আগে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী ডাক্তার উমর মোহাম্মদের প্রথম ছবি প্রকাশ পায় সংবাদমাধ্যমে। যে সাদা হুন্দাই আই২০ গাড়ি দিয়ে সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গেছে, ডাক্তার উমর সেই গাড়িটির মালিক ছিলেন। বিস্ফোরণের সময় গাড়িটি তিন ঘণ্টারও বেশি সময় লালকেল্লার কাছে পার্ক করা ছিল।


এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের কয়েক মিনিট আগে এক মুখোশধারী ব্যক্তি হুন্দাই আই২০ গাড়ি চালিয়ে এগিয়ে আসছেন।

 

সূত্র জানায়, প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর হাত জানালায় রেখে গাড়িটি পার্কিং লটে প্রবেশ করছে।

 

আরও পড়ুন:চলন্ত ট্রেনের কাঁচ ভেঙে ঢুকে পড়ল ঈগল, আহত লোকোমাস্টার (ভিডিও)
 

এদিকে, এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।  ফরেনসিক প্রমাণ এবং গোয়েন্দা তথ্যে সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্রের ইঙ্গিত পাওয়ার পর দিল্লি এবং নিকটবর্তী অন্যান্য রাজ্যগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন