দেশে রাজনৈতিক হাওয়া দেখেই আওয়ামী ফ্যাসিজম পার্টি নাশকতার চেষ্টা করছে

১১ ঘন্টা আগে
সারা দেশে নির্বাচনী হাওয়া বইছে— এমন প্রেক্ষাপটে আওয়ামী ফ্যাসিজম পার্টি দেশে নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শফিকুল আলম এ মন্তব্য করেন।


তিনি বলেন, ‘রাজনৈতিক নিষিদ্ধ দলের সদস্যরাই এসব অরাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আওয়ামী লীগ একটি ফ্যাসিজম পার্টি— তাদের কর্মকাণ্ডেই প্রমাণিত হয়েছে; কেন সবাই তাদের ফ্যাসিস্ট বলে অভিহিত করে। তাদের একটিভিটিস ভ্যান করা হয়েছে কারণ তারা সহিংস রাজনীতির মাধ্যমে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’


আরও পড়ুন: আওয়ামী লীগ বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ হবে: প্রেস সচিব


শফিকুল আলম বলেন, ‘এখন দেশের মানুষ তাদের প্রতিরোধ করেই নতুন বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছে। এই দেশে আওয়ামী লীগের কোনো স্থান নেই— তাদের ভায়োলেন্সই সেটি প্রমাণ করছে।’


প্রেস সচিব আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটনে নাশকতার ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করেই ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।’


আরও পড়ুন: নির্বাচনের জোয়ার বইছে, ফেব্রুয়ারিতেই ভোট: প্রেস সচিব


পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আনুষ্ঠানিকভাবে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মিন্টু মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

]]>
সম্পূর্ণ পড়ুন