দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বন্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার

৩ সপ্তাহ আগে
দাবি আদায়ের নামে জনদুর্ভোগ তৈরি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

বৃহস্পতিবার (১ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সায়েন্স কার্নিভালে তিনি এই আহ্বান জানান।

 

তিন দিনব্যাপী এই ফেস্টিভালে রাজধানীসহ সারাদেশের দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিভিন্ন স্টল ঘুরে প্রজেক্ট পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা।

 

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা এমন এক সময় পার করছি, যা কিছুটা অস্থির। এই অস্থির সময় আমি এ জন্য বলব, জাতীয়ভাবেই প্রতিদিন নানারকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এতদিন ধরে যে জনগোষ্ঠী সম্পূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারেনি, তারা এখন সুযোগ পেয়েছে চর্চা করার। আগে যখনই দাবি-দাওয়া উত্থাপন করত, তখন রাষ্ট্রযন্ত্র তাদের ওপর ঝাঁপিয়ে পড়ত।’

 

আরও পড়ুন: কারিগরি শিক্ষাকে মূলধারায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন: শিক্ষা উপদেষ্টা

 

কারিকুলামকে যুগোপযোগী করতে বিজ্ঞান শিক্ষাকে আরও প্রধান্য দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘বিজ্ঞানমনস্ক প্রজন্মই দেশের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞান চর্চার মাধ্যমেই শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারবে।’

 

শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে আরও বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন রফিকুল আবরার।

]]>
সম্পূর্ণ পড়ুন