ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় আরও একটি কাউন্টি। স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) নতুন করে ভেনচুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ে। এরইমধ্যে পুড়ে গেছে পাঁচ একর ভূমি। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
তবে তীব্র বাতাসে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্যমতে, অঙ্গরাজ্যটিতে বর্তমানে ১২৪টি ছোট-বড় দাবানল দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৪ বর্গ কিলোমিটারের বেশি জায়গা। ধ্বংস হয়েছে ১২ হাজারের বেশি অবকাঠামো।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দাবানল /পুড়ে ছাই লটারিতে ২ বিলিয়ন ডলারজয়ী ব্যক্তির বিলাসবহুল প্রাসাদ
লস অ্যাঞ্জেলেসকে তছনছ করে দিয়েছে এবারের দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে এলাকার পর এলাকা। ঘরবাড়িসহ দামি সব স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে। মানুষের দুর্দশা পৌঁছেছে চরমে।
গত মঙ্গলবার আগুনের সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলেসে ছয়টি দাবানল ছড়িয়ে পড়ে। এখনো সক্রিয় রয়েছে তিনটি। এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যালেসেইডস ও পূর্বে এটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। এই দুই দাবানল সামান্যই নিয়ন্ত্রণে আনা গেছে। শহরটিতে রেড অ্যালার্ট জারি রয়েছে।
বাতাসের গতি আবার বাড়তে থাকায় বিপাকে পড়েছেন দমকলকর্মীরা। স্থানীয় মরুভূমি থেকে সৃষ্টি হওয়া এই বাতাস আগামী বুধবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ওপর দিয়ে ঘণ্টায় ৮০ থেকে ১১২ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
আরও পড়ুন: নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল, বাড়িঘর ছেড়েছে লক্ষাধিক মানুষ
এদিকে, আগুন নেভানোর কাজে এরইমধ্যে ক্যালিফোর্নিয়ার আশপাশের সাত অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোও।
]]>