অনেকে জানতে চান, দাঁড়িয়ে প্রস্রাব করা নিয়ে কী বলে ইসলাম?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরূহ। তবে একান্ত অসুবিধায় পড়লে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আছে। সেক্ষেত্রে শর্ত হল, প্রস্রাবের ছিঁটা যেন শরীরে বা কাপড়ে না লাগে যে বিষয়ে খেয়াল রাখতে হবে এবং নির্লজ্জতা ও লজ্জাস্থান যেন প্রকাশ না পায় এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। । (ফাতাওয়া হিন্দিয়া)
আরও পড়ুন: যে ৪ গুনাহ করার সময় ঈমান থাকে না
হজরত আয়েশা (রা.) বলেন,
যে ব্যক্তি তোমাদের বলে যে, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তোমরা তার কথা বিশ্বাস করবে না। কেননা তিনি বসেই প্রস্রাব করতেন। (নাসাঈ, হাদিস : ২৯)
আরেক হাদিসে হজরত হুযাইফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি আস্তাকুঁড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। আমি তাঁর অজুর পানি নিয়ে আসলাম। আমি সরে যেতে চাইলে তিনি আমাকে (ইশারায়) ডাকলেন। আমি তার পিছনে এসে দাঁড়ালাম। তারপর তিনি অজু করলেন এবং চামড়ার মোজায় মাসাহ করলেন। (বিশেষ কোন কারণে তিনি তা করেছিলেন)। (বুখারি, মুসলিম)
আরও পড়ুন: পবিত্র কোরআন যে মাসে নাজিল হয়
দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে বিরত থাকা উচিত। কারণ, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে পুরুষের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে।

১৩ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·