দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করল লাগেজ ট্রলি

৩ দিন আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ধাক্কা দিয়েছে একটি লাগেজ ট্রলি। এতে বিমানটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসময় বিমানের ভেতরে কোনো যাত্রী ছিল না।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

 

বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকায় আসা বিজি-৩৮৯ ফ্লাইটটি সন্ধ্যা ৬টার দিকে অবতরণ করে। পার্কিং বেতে থামার পর যাত্রী নামানো হয় এবং লাগেজ সংগ্রহের জন্য একটি খাঁচা ট্রলি সেখানে আনা হয়।

 

এ সময় পাশের পার্কিং বেতে অবস্থানরত একটি ড্যাশ ৮ উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি ডানে ঘুরলে তার পাখার সৃষ্ট তীব্র বাতাসে খাঁচা ট্রলিটি উড়ে গিয়ে পার্ক করা বোয়িং ৭৩৭ বিমানে গিয়ে আঘাত করে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে উড্ডয়নের ৭ মিনিটেই বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না। তীব্র বাতাসে সেটি সরে গিয়ে প্লেনের গায়ে ধাক্কা দেয়। তবে ট্রলি আঘাত করার সময় প্লেনের ভেতরে কোনো যাত্রী ছিল না।

 

তিনি জানান, বিমানের ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন