দশ দিন ছুটির কবলে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর

৩ সপ্তাহ আগে
টানা ১০ দিন ছুটির কবলে পড়েছে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের সব কার্যক্রম বন্ধে বুধবার (৪ জুন) থেকে ১৪ জুন ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হক জানান, এ সময় এলাকার সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকায় আমদানিকারকরা লেনদেন করতে পারবেন না এবং পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কারণে বাংলাদেশ রেল ভবনে এ নির্দেশনা দিয়েছেন। এ সময় ভারত থেকে দর্শনা আন্তর্জাতিক রেল পথের মাধ্যমে কোন মালামাল আমদানি করা হবে না।


দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ রমজান আলী জানান, পবিত্র ঈদুল আজহার জন্য দর্শনা আন্তর্জাতিক স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন: টানা ছুটিতে অচলাবস্থা ঠেকাতে চট্টগ্রাম বন্দরে বিশেষ ব্যবস্থা

দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলি জানান, সিএন্ডএফের সব অফিস ও তাদের কার্যক্রম বন্ধ থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন