দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হক জানান, এ সময় এলাকার সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকায় আমদানিকারকরা লেনদেন করতে পারবেন না এবং পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কারণে বাংলাদেশ রেল ভবনে এ নির্দেশনা দিয়েছেন। এ সময় ভারত থেকে দর্শনা আন্তর্জাতিক রেল পথের মাধ্যমে কোন মালামাল আমদানি করা হবে না।
দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ রমজান আলী জানান, পবিত্র ঈদুল আজহার জন্য দর্শনা আন্তর্জাতিক স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন: টানা ছুটিতে অচলাবস্থা ঠেকাতে চট্টগ্রাম বন্দরে বিশেষ ব্যবস্থা
দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী খন্দকার শওকত আলি জানান, সিএন্ডএফের সব অফিস ও তাদের কার্যক্রম বন্ধ থাকবে।