দলে টিকে থাকতে রোহিত ও কোহলিকে শর্ত বেঁধে দিয়েছে ভারত

৪ দিন আগে
অস্ট্রেলিয়া সিরিজে ভালো পারফরম্যান্স করেও ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেননি রোহিত শর্মা। শেষ ওয়ানডেতে ফর্মে ফেরা বিরাট কোহলির ব্যাপারটাও একই রকম। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলা এই দুই অভিজ্ঞ ক্রিকেটার শুধু ওয়ানডে ফরম্যাটেই সক্রিয় আছে। ফলে দলে জায়গা ধরে রাখার জন্য ম্যাচ ফিটনেস এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ার মাঝেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নাকি এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে জাতীয় দলে নির্বাচনের জন্য ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়ার নির্দেশ দিয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার আগে বিজয় হাজারে ট্রফিতে তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।


ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিত এরই মধ্যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) জানিয়েছেন যে, তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। অন্যদিকে, কোহলি এখনো ঘরোয়া এই একদিনের টুর্নামেন্টে নিজের অংশগ্রহণের ব্যাপারে কিছু জানাননি।


বিসিসিআইর এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, ‘বোর্ড ও টিম ম্যানেজমেন্ট দুজনকেই জানিয়ে দিয়েছে— যদি তারা ভারতের হয়ে খেলতে চায়, তাহলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। যেহেতু তারা দু’জনই দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছে, তাই ম্যাচ ফিট থাকতে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে।’


আরও পড়ুন: প্রথম ডাবল সেঞ্চুরি মিস করে হতাশ জয়


এর আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর এমন একটি নির্দেশ জারি করেছিল বিসিসিআই। সেই সময় রোহিত ও কোহলি দুজনেই রঞ্জি ট্রফিতে একটি করে ম্যাচ খেলেছিলেন।


পরে তারা ইংল্যান্ড সফরের দল ঘোষণার আগে অবসর ঘোষণা করেন। এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পেতে চাইলে, তাদের কাছ থেকে একইভাবে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের আশা করা হচ্ছে।


রোহিতের দায়বদ্ধতার স্তর বোঝা যায় এই তথ্য থেকে— তিনি নাকি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন যে প্রয়োজনে তিনি নভেম্বরে শুরু হতে যাওয়া সৈয়দ মুশতাক আলি টি২০ টুর্নামেন্টেও খেলতে পারেন।


বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার কিছুদিন আগেই পুনরায় উল্লেখ করেছিলেন যে, জাতীয় দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ।


তিনি বলেছিলেন, ‘এক বা দুই বছর আগে আমরা স্পষ্ট করেছিলাম— যখনই খেলোয়াড়রা ফাঁকা থাকবে, তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এটিই একমাত্র উপায় যাতে তারা নিজেদের ধার ও প্রস্তুতি বজায় রাখতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে সবসময় তা সম্ভব না-ও হতে পারে, কিন্তু যদি সময় পাওয়া যায়, তবে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে।’


আরও পড়ুন: ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ক্যাম্পবেল


চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবারের মতো রোহিত ও কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জাতীয় দলে ফিরেছিলেন। সেখানে রোহিত একটি করে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরিতে সিরিজসেরা হয়েছিলেন। কোহলি অবশ্য সিরিজের প্রথম দুই ম্যাচে  ব্যর্থ হলেও ডেড রাবারে পরিণত হওয়া শেষ ম্যাচে ৭৪ রানের ইনিংসে কিছুটা নিজের মান রক্ষা করেন।


২০২৫-২৬ মৌসুমের বিজয় হাজারে ট্রফি শুরু হবে আগামী ২৪ ডিসেম্বর।

]]>
সম্পূর্ণ পড়ুন