জাতীয় দলের সর্বশেষ সাদা বলের ক্যাম্পে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সোহান। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে তার ব্যাট কথা বলেছে দারুণভাবে। গুঞ্জন ছিল, ওয়ানডে দলে সোহানের ডাক পাওয়া অনেকটা নিশ্চিত। তবে সেটা এবারও হয়নি। ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক এই ব্যাটার।
সোহানের দল থেকে বাদ পড়ার বিষয়টি ক্রিকেট সংশ্লিষ্টদের বেশ অবাক করেছে। প্রশ্ন এবং সমালোচনার মুখে পড়তে হয়েছে জাতীয় দলের নির্বাচক কমিটিকেও। তবে প্রধান নির্বাচক বিষয়টিকে বর্ণনা করেছেন দলের প্রয়োজনে নেয়া সিদ্ধান্ত হিসবে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দৃষ্টিতে সোহান নিজেকে প্রমাণ করেছেন এবং জাতীয় দলের ভাবনায় আছেন। তবে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে নিয়ে ভবিষ্যতে লম্বা পরিকল্পনা থাকায় তাকে ফর্মে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। যেহেতু দুজনেই একই পজিশনের জন্য বিবেচ্য আর অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে জাকের আলী আছেন, তাই সোহানকে ছাড়তে হয়েছে দলকে।
এ প্রসঙ্গে লিপু বলেন, 'সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না এই পজিশনে। কারণ, শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন।'
পারফর্ম করেও একজন ক্রিকেটারের জন্য দলে ডাক না পাওয়ার এই ব্যাখ্যা মেনে নেয়া কিছুটা কঠিন। তবে সোহান বিষয়টি ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছেন। ফর্ম ভালো থাকলে আবারও সুযোগ আসবে বলে বিশ্বাস তার। নেতিবাচক দিক অর্থাৎ অফফর্মে চলে গেলে কী হবে, সেটাও ভেবে রেখেছেন তিনি। পরিশ্রম করে ফিরতে চান তিনি।
আরও পড়ুন: আগামীকাল বিসিবির সভা, আলোচনায় থাকছে কী?
আজ (২৯ জুন) গণমাধ্যমের সামনে সোহান বলেন, 'আগেও আমি বলেছি জাতীয় দলে আমি খেলতে চাই। জাতীয় দলে খেলাটা ভাগ্যের ব্যাপার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারফর্ম করা। আমি এমন কোনো কথা বলতে চাই না যাতে অন্য কাউকে অশ্রদ্ধা করা হয়। সিলেকশন আমার হাতে নেই। আমার কাছে পারফর্ম করা গুরুত্বপূর্ণ। সময় খারাপ বা ভালো থাকে। এখন ভালো করতে পারলে যতটা ভালো করা যাবে, এই মোমেন্টাম ক্যারি করা যাবে ততই আমার ক্যারিয়ারটা বড় হওয়ার সুযোগ থাকবে।'
ফর্মে থেকেও সুযোগ পেলেন না। যদি দলে ফেরার আগেই আবারও অফফর্মে চলে যান, এমন শঙ্কা তো থাকেই ক্রিকেটারদের মনে। তবে সোহান এসবকে পাত্তা দিচ্ছেন না। পরিশ্রম করেই দলে ফরতে চান তিনি, 'ক্রিকেটারদের জীবনে অফফর্ম আসতেই পারে। এটা স্বাভাবিক। আসলে ওভাবে চিন্তা করার কিছু নেই। কারণ আমি রিজিকে বিশ্বাসী। আল্লাহর ওপর বিশ্বাসী। তো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে হয়, যে আমার জায়গা থেকে আমি হার্ড ওয়ার্ক করব, চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা।'
]]>