দল ছাড়ার ঘোষণার পরই যুবলীগ নেতা গ্রেফতার

৩ দিন আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নাটকীয় এক ঘটনার মধ্য দিয়ে গ্রেফতার হয়েছেন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন সাহা (৩৬)। সংবাদ সম্মেলন করে দলীয় পদত্যাগের ঘোষণা দেয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকার পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। লেলিন সাহা পাটগাতী গ্রামের পরিমল সাহার ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এক আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই মামলায় তদন্তে লেলিন সাহার জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।


আরও পড়ুন: যশোরে আওয়ামী ও যুবলীগের দুই নেতা আটক


গ্রেফতার এড়াতে লেলিন সাহা নানা কৌশল অবলম্বন করছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
তবে পদত্যাগের এই ঘোষণা তাকে আইনি ব্যবস্থা থেকে বাঁচাতে পারেনি। সংবাদ সম্মেলন শেষ করে তিনি পৌর মাল্টিপারপাস মার্কেটে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।


অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় ওঁৎ পেতে থাকা পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন।


আরও পড়ুন: বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা পাঠান গ্রেফতার


টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, লেলিন সাহা গ্রেফতার এড়াতে বিভিন্ন মহলে আঁতাতের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিয়ের অনুষ্ঠানস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, পুলিশের ওপর হামলার ওই ঘটনায় ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল।
 

]]>
সম্পূর্ণ পড়ুন