‘দম’ সিনেমার মহরতে পালকিতে করে আসেন পূজা চেরি

৩ সপ্তাহ আগে
অনুষ্ঠিত হয়ে গেল রেদওয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’র শুভ মহরত। এ অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্যের স্মারক পালকিতে চড়ে হাজির হন সিনেমার নায়িকা পূজা চেরি।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শূটিং ক্লাবে অনুষ্ঠিত হয় জমকালো ‘দম’র শুভ মহরত। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন পূজা চেরি, চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।

 

অনুষ্ঠানে জল্পনার অবসান করে নববধূর সাজে পালকি থেকে বের হন পূজা চেরি। তাকে বরণ করে নেন অভিনেতা নিশো ও চঞ্চল। মুহূর্তেই পুরো পরিবেশ হয়ে ওঠে এক সিনেমার দৃশ্যের মতো।

 

জানা যায়, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে ‘দম’। এ সিনেমার শুটিং হবে বাংলাদেশসহ সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের মনোরম লোকেশনে।

 

নতুন সিনেমা প্রসঙ্গে অভিনেতা চঞ্চল বলেন,

দুই বছরের প্রস্তুতি শেষে আমরা কাজটা করতে শুরু করছি। সবার কাছে দোয়া চাই, আমরা যেন দম নিয়েই ছবিটা শেষ করতে পারি।

 

চঞ্চল আরও বলেন,

এ সিনেমার জন্য ১৪ কেজি ওজন কমিয়েছেন নিশো। পূজা চেরি অনেক ভালো অভিনেত্রী। তাই আমি বলবো, দমের মাঠে খেলা হবে। এবারই প্রথম আমরা তিন জন মিলে একসঙ্গে সিনেমায় কাজ করছি, তাই এটা আমাদের কাছে নতুন একটা চ্যালেঞ্জও।

 

আরও পড়ুন: তামান্না ভাটিয়ার ছবি পোস্ট করে নতুন সিনেমার ইঙ্গিত দিলেন অনন্য মামুন!

 

আশা করা হচ্ছে, আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে ‘দম’। 

 

আরও পড়ুন: সালমান শাহর শাশুড়ির দেশত্যাগে নিষেধাজ্ঞা

]]>
সম্পূর্ণ পড়ুন