সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুল গেটের সামনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ আগুন লেগে মাহরিনের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
দুর্ঘটনার সময় মাহরিন শিশুদের নিয়ে স্কুল গেটের সামনে ছিলেন। হঠাৎ বিমানের বিধ্বস্ত হয়ে আগুন লেগে ঘটনাস্থল চরম ভয়াবহতায় রূপ নেয়। নিজের দগ্ধ শরীর নিয়ে সেও শিশুদের রক্ষা করার চেষ্টা চালিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বাইরে দাঁড়িয়ে আছেন মাহরিনের স্বামী মনসুর হেলাল। স্ত্রীকে নিয়ে চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। লাইফ সাপোর্টে নেয়ার আগে মনসুর হেলালের সঙ্গে কথা বলেন মাহরিন।
এ বিষয়ে মনসুর হেলাল বলেন, 'মাহরিন বলেছেন- স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলেন। ঠিক তখনই গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। নিজে দগ্ধ হলেও সেসময় তিনি বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেন।'
আরও পড়ুন: জাতীয় বার্ন ও ঢামেক বার্নে দগ্ধ ৩৬ জনের পরিচয় মিলেছে
তিনি বলেন, ‘মাহরিনের পা থেকে মাথা পর্যন্ত শরীরের সব জায়গা পুড়ে গেছে। আমার মনে হচ্ছে ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন।’
স্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মনসুর হেলাল।