শুক্রবার (১৭ জানুয়ারি)বেলা তিনটা থেকে ৪ টার মধ্যে নগরের চাঁদনীঘাটের ঝালোপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বেলাল আহমেদ জানান, বেলা সাড়ে ৩টার দিকে খবর আসে নগরীর চাঁদনীঘাটের ঝালোপাড়া এলাকায় আগুন লেগেছে। সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুনের সূত্রপাত কিংবা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল শতাধিক বসতঘর-স্থাপনা, শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে অন্তত ১০টি দোকান ও ২টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে বলে দাবি স্থানীয়দের।