ডিজিবি ডেগু ব্যাংক পার্কে জোড়া গোল করেছেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার পাবলো গাভি। গোল পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে ধারে কাতালান ক্লাবে যোগ দেয়া মার্কোস রাশফোর্ডও।
প্রথমার্ধে ৩-০ গোলের লিড নেয় বার্সা। ২১ মিনিটে গাভি প্রথম গোল করেন। ২৭ মিনিটে ব্যবধান ২-০ করেন রর্বাট লেভানডোভস্কি। প্রথমার্ধের যোগ করা সময়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি আসে গাভির পা থেকে।
আরও পড়ুন: রিয়ালে ৫ বছর ব্যর্থতার পর নিজ দেশে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে গোল করেন বার্সা ক্যাম্পে যোগ দেয়া তরুণ মিডফিল্ডার টনি ফার্নান্দেজ। বদলি নেমে ৬৫ মিনিটে বার্সার জার্সিতে নিজের প্রথম গোল করেন রাশফোর্ড। এর আগের ম্যাচে ইংলিশ স্ট্রাইকার গোলে সহায়তা দিয়েছিলেন।
প্রাক-মৌসুমের এই এশিয়া সফরের প্রথম ম্যাচে জাপানের ভিসেল কোবেকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। ২০২৫-২৬ মৌসুমের প্রতিযোগিতামূলক ফুটবলে যাত্রা শুরুর আগে আগামী রোববার (১০ আগস্ট) আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লা লিগা চ্যাম্পিয়নরা।