ছবিতে দেখা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল রাজধানী সোলের সাংবিধানিক আদালতে তার অভিশংসন বিচারে অংশ নিচ্ছেন। মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫।
তিনি আদালতে হাজির হওয়ার আগে বিচারকদের সাথে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
গত সপ্তাহ থেকে ইউন একটি পৃথক অপরাধ তদন্তের অধীনে কারাবন্দী রয়েছনে, যেখানে তদন্ত করা হচ্ছে তিনি ডিসেম্বরের শুরুতে সামরিক আইন জারি করার মাধ্যমে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কিনা।
তেসরা ডিসেম্বরের সামরিক আইন ঘোষণা আইনপ্রণেতারা বাতিল করার আগে মাত্র ছয় ঘণ্টা স্থায়ী হওয়া সত্ত্বেও দেশে অভূতপূর্ব রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল।
সাংবিধানিক আদালত তার সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘনের অভিযোগে ইউনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পর্যালোচনা করার জন্য ২৭ ডিসেম্বর প্রক্রিয়া শুরু করে। তাকে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ বা পুনর্বহাল করার সিদ্ধান্ত নেবেন বিচারকরা।