দক্ষিণ কোরিয়ায় মাছ ধরার নৌকা ডুবে ৩ জনের মৃত্যু

৬ দিন আগে
দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে। ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে দেশটির দক্ষিণ জিওলা প্রদেশের সিনানের গ্যাজিও দ্বীপের কাছে নৌকাটির সঙ্গে পাথরের ধাক্কা লাগে। মূহূর্তেই নৌকাটি উল্টে যায়। 

 

নৌকায় ২২ জন জেলে ছিল। ঘটনাস্থলে তিনজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। নিকটবর্তী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: মালদ্বীপে লাগানো হবে তিন শতাধিক বাংলাদেশি গাছ

 

কোস্টগার্ড আরও জানিয়েছে, বাকি ১৯ জনকে একটি জাহাজের মাধ্যমে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিলে জীবন বাঁচাতে তারা সাগরে ঝাঁপ দেন। 

 

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কোস্টগার্ড প্রথমে বলেছিল, নৌকাটিতে ২১ জন লোক ছিল। কিন্তু পরে জানা যায়, ২২ জন জেলে ছিলেন।

 

কোস্টগার্ড আরও জানিয়েছে, নৌকাটির ক্যাপ্টেনের বিরুদ্ধে পেশাগত অবহেলার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্ত করে  তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় নতুন বছরের প্রথম দিনেই আটক শতাধিক বাংলাদেশি
 

]]>
সম্পূর্ণ পড়ুন