দক্ষিণ কোরিয়ায় অর্থনৈতিক মন্দার প্রভাব শ্রমিক চাহিদায়

১ দিন আগে
শ্রমিকের চাহিদার ওপর নির্ভর করে দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎ অর্থনৈতিক গতিপথ। তবে বিশ্বে অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে দাপটে থাকা দেশটিতে যেন অর্থনীতির চাকা গতি হারাচ্ছে। অর্থনৈতিক মন্দার কারণে এর প্রভাব পড়েছে বিদেশি শ্রমিক চাহিদার ওপর।

অর্থনৈতিক মন্দায় চলতি বছর ই-৯ (E-9) ভিসায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশকারী বিদেশি কর্মী সংখ্যা আগের বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি কমেছে। সবচেয়ে বড় পতন হয়েছে উৎপাদন শিল্পে। সম্প্রতি এ তথ্য জানায় দেশটির কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়।

 

চলতি বছরের ১০ জুন পর্যন্ত ই-৯ ভিসা নিয়ে কোরিয়ায় প্রবেশকারী বিদেশি কর্মীর সংখ্যা ছিল ২৮ হাজার, যা গত বছরের একই সময়ে ৩৬ হাজারেরও বেশি ছিল। অন্যান্য শিল্পেও উল্লেখযোগ্য পতন রেকর্ড করা হয়েছে। 

 

শুধুমাত্র সিজনাল বা মৌসুমি ভিসা কৃষি, পশু পালনসহ গৃহকর্মী খাতে শ্রমিক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক শুল্ক নীতিকে অর্থনৈতিক মন্দার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছে অর্থ মন্ত্রণালয়। 

 

আরও পড়ুন: বিশ্বের ধনী শহরের তালিকায় যে কারণে পিছিয়ে পড়ল সিউল

 

আন্তর্জাতিক বাজারে বিশ্ব অর্থনীতি ক্রমাগত অস্থিরতার দিকে যাওয়ায় বিশ্ব বাণিজ্য ও প্রবৃদ্ধির উদ্বেগ আরও বাড়ছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

 

এদিকে কোরিয়ার শ্রমবাজারে অন্য দেশের তুলনায় বাংলাদেশি শ্রমিক চাহিদা কমে যাওয়ার পেছনে উল্লেখযোগ্য কারণ খুঁজছেন সংশ্লিষ্টরা।

]]>
সম্পূর্ণ পড়ুন