তিনি জানান, রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে একটি লেগুনা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন ব্যক্তি পরিত্যক্ত গাড়িটিতে আগুন দেয়। ঠিক সেই মুহূর্তে থানায় আসা এক নারীর চিৎকারে তারা দ্রুত সটকে পড়েন। ঘটনার পর থানার অভ্যন্তরে ও আশপাশের এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, ওসির দাবি ‘পটকা’
এলাকাবাসীরা বলছেন, যারা নিরাপত্তা দেবে, তাদের থানার সামনে এভাবে আগুন লাগানো খুবই উদ্বেগজনক। স্থানীয়রা এমন ঘটনাকে পরিকল্পিত নাশকতার ইঙ্গিত হিসেবে দেখছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এটি নাশকতা না দুর্ঘটনা- সেটি নিশ্চিত না। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
]]>
১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·