দক্ষিণ এশিয়ায় উদ্ভাবনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি জুটলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের

৬ দিন আগে
শিক্ষার্থীদের নোবেল পুরস্কার খ্যাত বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক উদ্যোক্তা ভিত্তিক প্রতিষ্ঠান হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় ‘প্রোগ্রাম অফ দ্যা ইয়ার’ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

শনিবার (২৮ জুন) হাল্ট প্রাইজ ফাউন্ডেশন কেন্দ্রীয় এবং সাউথ এশিয়া রিজিওন পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজকে এ খেতাব ঘোষণা করে।

 

হাল্ট প্রাইজ ফাউন্ডেশন জানায়, হাল্ট প্রাইজ ২০২৫ কমিউনিটি অ্যাওয়ার্ডস-এ বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মর্যাদাপূর্ণ ‘সেন্ট্রাল ও সাউথ এশিয়া প্রোগ্রাম অফ দ্য ইয়ার’ খেতাব অর্জন করেছে। আমিনুল ইসলাম শরীফের নেতৃত্বে এ প্রোগ্রামটি মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে সামাজিক উদ্ভাবন এবং উদ্যোক্তা বিকাশে তাদের অসামান্য প্রচেষ্টার জন্য স্বীকৃতি লাভ করেছে। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি চবির অসামান্য প্রভাব এবং কর্মক্ষমতাকে স্বীকৃতি দেয়, যা তাদের শিক্ষার্থীদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ব্যবসায়িক সমাধান তৈরি করতে উৎসাহিত করেছে।

 

এবছর বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো হাল্ট প্রাইজের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের ২ শতাধিক দল অংশগ্রহণ করে।

 

আরও পড়ুন: চলন্ত শাটলের নিচে পড়েও অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চবি ছাত্রী

 

হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের আওতায় ১৩০টিরও বেশি দেশের হাজারো বিশ্ববিদ্যালয়ে এমন প্রতিযোগিতা হয়ে থাকে। সেসব প্রতিযোগিতার মধ্যে ‘প্রোগ্রাম অব দ্যা ইয়ার’ খেতাব লাভ করেছে হাল্ট প্রাইজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

 

হাল্ট প্রাইজের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ডিরেক্টর আমিনুল ইসলাম শরীফ বলেন, চবির জন্য এটি একটি গর্বের মুহূর্ত। আমরা আগেও দুইবার এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলাম, কিন্তু জিততে পারিনি। অবশেষে এ বছর আমরা ‘প্রোগ্রাম অফ দ্যা ইয়ার’ হয়েছি, যা আমাদের জন্য এক ঐতিহাসিক অর্জন।

 

হাল্ট প্রাইজের ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর জান্নাতুল মাওয়া মিথিলা বলেন, ‘এই গর্বের মুহূর্তের একটি বিশেষ কারণ হলো, এই প্রথমবার বাংলাদেশে আয়োজিত হয়েছে হাল্ট প্রাইজ ন্যাশনাল রাউন্ড, যার আয়োজক ছিল চবি নিজেই। এই অর্জনের স্বীকৃতি হিসেবে চবি ক্যাম্পাস ডিরেক্টর আমিনুল ইসলাম শরীফকে লন্ডনে অনুষ্ঠিতব্য হাল্ট প্রাইজ গ্লোবাল ফাইনাল ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে তিনি চবির পক্ষ থেকে এই আন্তর্জাতিক সম্মান গ্রহণ করবেন।’

 

আরও পড়ুন: চবিতে প্রভোস্টের স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলন, কর্মচারী বরখাস্ত

 

উল্লেখ্য, হাল্ট প্রাইজের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সামাজিক সমস্যার টেকসই সমাধান নিয়ে আসার জন্য উদ্ভাবনী উদ্যোগ গড়ে তোলা এবং লাভজনক ব্যবসায়িক মডেল দাঁড় করানো।

]]>
সম্পূর্ণ পড়ুন